মির্জাপুর ইউনিয়নে ১৪ টি স্থায়ী কমিঠি থাকা বাধ্যতামূলক। চৌগাংগা ইউনিয়নে ঠিক ১৪ স্থায়ী কমিঠি রয়েছে যে কমিঠিগুলোউক্ত ইউনিয়নের আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার করে থাকেন।
মির্জাপুর ইউনিয়নের স্থায়ী কমিঠি সমূহঃ-
ক্রঃ নং | স্থায়ী কমিঠির নাম | সভাপতির নাম | মোবাইল নং |
01 | অর্থ ও সংস্থাপন | ||
০২ | হিসাব রক্ষন ও নিরীক্ষন | ||
০৩ | কর নিরুপন, মূল্যায়ন ও আদায় | ||
০৪ | শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা | ||
০৫ | কৃষি, মৎস্য, গবাদীপশু ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ড | ||
০৬ | পল্লী অবকাঠামো উন্নয়ন, মেরামত ও রক্ষনাবেক্ষন ইত্যাদি বিষয়ক | ||
০৭ | আইন শৃঙ্খলা বিষয়ক | ||
০৮ | জন্ম ও মৃত্যু নিবন্ধন | ||
০৯ | স্যানিটেশন, পানি সরবরাহ ও স্যুয়ারেজ সম্পর্কিত | ||
১০ | সামাজিক কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক | ||
১১ | পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং বৃক্ষরোপণ সম্পর্কিত | ||
১২ | পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ বিষয়ক | ||
১৩ | ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক | ||
১৪ | প্রতিবন্ধি বিষয়ক |
বিষেশ সভাঃ-
বিষেশ সভা প্রতি মাসে একবার হয়ে থাকে। তবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত কোন চিঠি বা কোন e-mailঅথবা ইউনিয়নের জরুরী কোন বিষয় নিয়ে ইউনিয়ন বিষেশ সভার আয়োজন করা হয়ে থাকে। বিষেশ সভায় পদাধিকার বলে চেয়ারম্যান সাহেব সভাপতির আসন গ্রহন করেন এবং সভার সঞ্চালক থাকেন ইউপি সচিব।
ওয়ার্ড সভাঃ
প্রতি বছর প্রতিটি ওয়ার্ডে ২ টি করে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়ে থাকে। ওয়ার্ড সভায় ৫% ভোটারের উপস্থিত থাকতে হবে। উক্ত ওয়ার্ড সভায় ওয়ার্ডের সকল সমস্য নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে। সভায় গৃহীত সিদ্ধান্ত ইউনিয়ন বিষেশ সভায় উপস্থাপন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS